এই সময়ের অহনা

14

জয়শ্রী মোহন তালুকদার

অহনা তো আজ ছোট নেই
ঘরের গৃহবধু,
সবকিছুতেই অনেক বারণ
চলছে নিরবধি।

হারিয়ে গেছে সোনালী দিন তার
মায়ের ভালোবাসা,
বাবার চোখে দেখে না সে
নতুন দিনের আশা।

মিষ্টি ছেলে বেলা হারিয়ে গেছে
কত বছর আগে
মনের কথা পারে না বলতে
আপনজনের কাছে।

সবার আগে অহনা
ঘুম থেকে উঠে,
সারাদিনের কাজ করে সে
মুখে হাসি রেখে।

বিশ্রামহীন দেহ তার
নিদ্রাহীন চোখ,
ভালোবাসা চায় যে সে
মনে অনেক ক্ষোভ।

অহনার আজ একটি প্রশ্ন
বিধাতার কাছে
গৃহবধূর কি মূল্য নেই
এই সমাজের কাছে।