মানুষ

9

সাঈদুর রহমান লিটন

সবার সেরা মানুষ জাতি বিজ্ঞ জনে বলে,
জ্ঞানের সেরা হয়েও তারা অন্ধ পথে চলে।
জানিই নাতো এমন কেন, নিত্য ভুল করে?
ভুলের তরে জীবন গড়ে নষ্ট পথে পড়ে।
লোভের মোহে এই মানুষে বর্জ্য পথে হাঁটে,
বিবেক খুয়ে খারাপ পথে পরো বিষ্ঠা চাটে।
শখের বসে পচা খাবার খাচ্ছে গিলে গিলে,
নিজের ভুলে বিপদ আসে দগ্ধ হয়ে দিলে।
পথ হারিয়ে আঁধার পথে যাচ্ছে ভুলে তারা,
ভুলের মোহে লুটছে মজা ভেবে আত্মহারা।
আলোর পথে যায়না তারা লজ্জা পাবে বলে,
পরের ক্ষতি করছে তারা নব্য কলে বলে।
মোহ মায়ায় কেমন করে কষ্টে ভরে আশা,
সকল নিয়ে মানুষ গুলো করে সর্বনাশা।
অলীক ভাবে গড়লে সেতু ঝর্না ভেঙে পড়ে,
সব হারিয়ে অমানুষটি ধর্না খুঁজে মরে।
বুঝ আসেনা মানুষ গুলো নষ্ট কেন হবে?
সবার সেরা হয়েই লোকে বক্ষ মাঝে রবে।
ভুবন টাকে ভালোবাসায় সিক্ত করে যাবে
সবার তরে সবাই হলে শ্রদ্ধা তবে পাবে।