হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটি গঠিত

19

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দেশের সাতটি জেলা নিয়ে হাওরাঞ্চল গঠিত। হাওর বাঁচাও আন্দোল সাতটি জেলা কমিটি গঠনের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সুখেন্দু সেন হারুকে আহ্বায়ক ও রাজু আহমদকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির এক সভা দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন সেন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা পরিষদ সদস্য রমেন্দ্র কুমার দে, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, এমরানুল হক চৌধুরী, নির্মল ভট্টাচার্য্য, ইয়াকুব বখত বহলুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সভাপতি সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বাঁধ বিষয়ক সম্পাদক ওবায়দুল হক মিলন, আবু সাইদ, প্রভাষক দুলাল মিয়া, ডা. নজরুল ইসলাম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সুখেন্দু সেন হারু কে আহ্বায়ক, ও রাজু আহমদকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক ইয়াকুব বখত বহলুল, আলী নূর, ফেরদৌস আলম, প্রভাষক ফজলুল করিম সাইদ, সদস্য মোদাচ্ছির আলম (সুবল মাষ্টার), প্রভাষক দুলাল মিয়া, এডভোকেট সাজ্জাদ হোসেন, বিজয় কান্তি চৌধুরী, রবীন্দ্র চন্দ্র দেব, মানব চৌধুরী, মো. আসাদ মিয়া, আনোয়ারুল হক, কলি তালুকদার আরতি, ঝন্টু, আল আমীন, আব্দুল আলী, শরিফ আহমদ, মখলিছুর রহমান, আলমগীর হোসেন, সৈয়দ আসাদ ও দুয়োধন দাস দুর্জয় প্রমুখ।