প্রতিবন্ধী শিক্ষার্থীরা দেশের সম্পদ তাদেরকে মানব সম্পদে পরিণত করতে হবে ———– বিভাগীয় কমিশনার

5
জিডিএফ-ডিবেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান এনডিসি।

জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় এর কার্যক্রম গতকাল বুধবার পরিদর্শন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান, এন.ডি.সি। এ সময় তিনি প্রতিষ্ঠানের দৃষ্টিপ্রতিবন্ধী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ-খবর সহ সার্বিক বিষয়ে আলাপ-আলোচনা করেন।
পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার বলেন, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের কোরান তেলাওয়াত, গজল ও গান শুনে আমি খুবই মুগ্ধ হয়েছি। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের পড়াশুনা এবং অন্যান্য কর্যক্রম দেখে ভালো লাগলো।
এরপর তিনি জিডিএফ এর সভাপতি ও মহাসচিব-নির্বাহী পরিচালকের হাতে সাদাছড়ি তুলে দেন এবং তার কার্যালয়ের পক্ষ থেকে সহযোগিতা থাকবে বলে আশ্বাস প্রদান করেন। সর্বশেষে তিনি জিডিএফ এবং সকলের মঙ্গল কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জিডিএফ এর সভাপতি কবীর আহমদ, মহাসচিব নির্বাহী পরিচালক বায়জিদ খান, নির্বাহী সদস্য প্রমেশ দত্ত, ব্যবস্থাপক স্বপন মাহমুদ, হিসাব রক্ষক ফজলে এলাহী, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি