আব্দুল হামিদ হত্যা মামলায় ১৬ আসামীকে হাজতে প্রেরণ

9

কানাইঘাটের আব্দুল হামিদ হত্যা মামলায় ১৬ আসামীকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। এখনও পলাতক রয়েছে মামলার প্রধান ৫ আসামী। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সিলেটের বিচারক হাকিম ৪র্থ আদালতের বিচারক ফারজানা শাকিলা চৌধুরী সুমু এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১৯ জানুয়ারি কানাইঘাট থানার বড়বন্দ ২য় খন্ডের (বাবন বাড়ি) বাসিন্দা মৃত আব্দুল মজিদের পুত্র আব্দুল হামিদের উপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ হামলার ঘটনায় মারাত্মক রক্তাক্ত জখম হয়ে সিলেট এম.এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জানুয়ারী মারা যান আব্দুল হামিদ। এ ঘটনায় মৃত আব্দুল হামিদের বড় ভাই আব্দুর রকিব বাদী হয়ে কানাইঘাট থানায় ২১ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। যার মামলা নং জিআর ১৮/২০। মামলার প্রধান আসামীরা হলেন, একই থানা ও একই গ্রামের আলিম উদ্দিন (২২), রুহুল আমিন (২৮), শামীম (৩৫), কবির (২৮), বাবুল আহমদ (২৮) ও অন্যান্য আসামীরা হলেন, মুহিব (৫৫), শাহিন (৩১), হাবিবুর রহমান উরফে মনাই (৬০), সালে আহমদ, (২৪), রফিকুল হক উরফে আব্দুস শুক্কুর (৪০), সুলেমান (২৫), আরিফ (২০), হাবিবুর রহমার উরফে কুটি হুনা (৬০), আব্দুর রশিদ (৪১), জমিল (৪০), আশিক উদ্দিন (৩০), কামাল (১৮), আবুল (২১), আব্দুল হান্নান (৪২), আনিছুল হক উরফে মড়াই (৫৫), ইয়াহইয়া (৩৫)।
এদিকে আব্দুল হামিদ চিকিৎসাধীন অবস্থায় মৃত বরণ করায় মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। এর আগে গত ২৮ জানুয়ারী ১৭ জন আসামী আত্মসমর্পণ পূর্বক জামিন পান। ৭ সেপ্টেম্বর সোমবার মামলায় ১৬ আসামী স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক আদালতে জামিন প্রার্থনা করলে আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে সকল আসামীদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আসামী পক্ষে জামিন শুনানীতে অংশ নেন এডভোকেট নুরুল হক, এডভোকেট একে এম শামিউল আলম, এডভোকেট মো. আব্দুর রহিম, বাদী পক্ষে আইনজীবীদের মধ্যে ছিলেন, এডভোকেট আতিকুর রহমান, এডভোকেট জালাল উদ্দিন, এডভোকেট পান্না লাল দাস, এডভোকেট এপিপি কবির আহমদ। (খবর সংবাদদাতার)