বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির মতবিনিময় সভা

9
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) সিলেট জেলা শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) সিলেট জেলা শাখার মতবিনিময় সভা ৭ সেপ্টেম্বর সোমবার সিভিল সার্জন সিলেট এর সভা কক্ষে ইমাম ও মুয়াজ্জিনদের সাথে এ অনুষ্ঠিত হয়।
নাটাবের সাধারণ সম্পাদক অমরেন্দ্র দেব রায় প্রদীপের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মনতোষ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন সিলেট ডা. প্রেমানন্দ মন্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. জাকারিয়া মাহমুদ, উপস্থিত ছিলেন ব্রাক সিলেটের এ.এম মো. বোরহান উদ্দিন।
উপস্থিত ইমাম ও মুয়াজ্জিনগণের প্রশ্নের উত্তরে যক্ষ্মা রোগের কারণ ইতিহাস, প্রতিরোধের উপায়, চিকিৎসা ও সচেতনতা মূলক বিভিন্ন বিষয়ের উত্তর প্রদান করেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও উপস্থিত নেতৃবৃন্দ। উনারা আশাবাদ ব্যক্ত করেন ইমামদের প্রচেষ্টায় সাধারণ জনগণ সচেতন হলে দেশে যক্ষ্মা রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। বিজ্ঞপ্তি