এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিষ্ণু পদ আচার্য্য আর নেই

9

এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিষ্ণু পদ আচার্য্য আর নেই। তিনি সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিষ্ণু পদ আচার্য্য’র পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে প্রায় তিন মাস আগে তাঁকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ দীর্ঘদিন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে সোমবার মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
পরে সোমবার বিকালে নগরীর চালিবন্দর শ্মশান ঘাটে তাঁর সৎকার সম্পন্ন হয়।
বিষ্ণু পদ আচার্য্য সিলেট শহরতলির ওসমানী বিমানবন্দর এলাকার এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ে ২৮ বছর ধরে শিক্ষকতা করেছেন। তিনি মদিনা মার্কেট এলাকার বাসিন্দা। তাঁর মূল বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার জলডুপ গ্রামে।
এদিকে, বিষ্ণু পদ আচার্য্য’র মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন এয়ারপোর্ট উচ্চবিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। তারা এক শোকবার্তায় বলেন, বিষ্ণু পদ আচার্য্য’ স্যারের মৃত্যুতে সিলেট এক বড় মাপের শিক্ষাবিদকে হারালে। তাঁর শূন্যতা সহজে পুরণ হবার নয়।
শিক্ষকবৃন্দ পরলোকগত বিষ্ণু পদ আচার্য্য’র আত্মার শান্তি কামনা ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি