সিলেট বিভাগীয় অটো রাইছ মিল মালিক সমিতি গঠনের লক্ষ্যে মতবিনিময়

7

সিলেট বিভাগীয় অটো রাইছ মিল মালিক সমিতি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা দু’টায় নগরীর মিরাবাজারস্থ একটি হোটেলের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার প্রায় সকল অটো মিল মালিকগণ উপস্থিত ছিলেন।
এস এন অটো রাইছ মিলের স্বত্ত্বাধিকারী বাবু শংকর পালের সভাপতিত্বে ও শাহপরাণ অটো ডায়ার রাইছ মিলের স্বত্ত্বাধিকারী সাব্বির আহমদের পরিচালনায় সভায় বক্তারা বলেন, যে কোন ব্যবসায় উন্নতি করতে হলে সততা, দক্ষতা ও ঐক্যের কোন বিকল্প নেই। এজন্য অটো রাইছ মিল ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধন রচনা ও যুগের সাথে তাল মিলেয়ে ব্যবসা পরিচালনা করতে এ মুহূর্তে সমিতি গঠন অপরিহার্য। তারা অভিজ্ঞদের দিয়ে কমিটি গঠন ও কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করতে গঠনতন্ত্র প্রণয়নের ব্যাপারে মতামত ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন, রোজিনা অটো রাইছ মিলের মহানুর রশীদ, কেবিএম এন্ডাস্ট্রিজ লিমিটেড এর শাব্বির আহমদ চৌধুরী, এসএন অটো রাইছ মিলের শিমুল পাল, সাদিয়া অটো রাইছ মিলের আলমগীর তালুকদার, রাইয়ান এন্ড ফাইজা ডায়ার অটো রাইছ মিলের জাহাঙ্গীর আলম, হাজী তসক অটো রাইছ মিলের মো. আমিনুর রহমান, সততা অটো রাইছ মিলের মো. আব্দুল ওয়াহিদ, রাইয়ান এন্ড ফাইজা অটো রাইছ মিলের রুকনুজ্জামান, মেঘনা অটো রাইছ মিলের মো. শফিকুল ইসলাম, হক অটো ডায়ার রাইছ মিলের মো. জিয়াউল হক, মেসার্স রহিমা অটো সুপার রাইছ মিলের মো. আব্দুল আজিজ নানু মিয়া, মেসার্স মানহা অটো রাইছ মিলের মোশারফ হোসেন, খালেদ অটো রাইছ মিলের খালেদ আহমদ ও রুশনি অটো রাইছ মিলের মৃণাল সিংহ প্রমুখ। বিজ্ঞপ্তি