নানা কর্মসূচির মধ্যদিয়ে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করলো বিএনপি

20
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

বৃহত্তর সিলেট বিভাগ উন্নয়নের রূপকার, সাবেক সফল অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। শনিবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে মরহুম এম সাইফুর রহমানের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, শহীদ জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মরহুম এম এ হকের মাগফেরাত কামনা, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান কামনা, করোনা মহামারী থেকে সুরক্ষা এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, সহ-সভাপতি সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর যুগ্ম সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু ও হুমায়ুন আহমদ মাসুক, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মোর্শেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমদ, জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হক, মহানগর প্রচার সম্পাদক শামীম মজুমদার, স্বেচ্ছাসেবক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, স্বাস্থ্য সম্পাদক ডা: আশরাফ আলী, জেলা বিএনপির সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ ইকবাল নেহাল, মহানগর বিএনপির উপ-কোষাধ্যক্ষ শেখ মুহাম্মদ ইলিয়াস আলী, জেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, সাবেক সহ-প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, বিএনপি নেতা কয়েস আহমদ সাগর, আমিনুর রহমান খোকন, এম মখলিছ খান, দেলোয়ার হোসেন রানা, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ওসমান গণি, নাসির উদ্দিন রহীম, যুবদল নেতা আসাদুল হক আসাদ, জাকির হোসেন, মোস্তাক আহমদ, জামাল আহমদ, হিফজুর রহমান বিশ^াস, মো: জয়নুদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিনার হোসেন লিটন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।
মহানগর বিএনপি : বরেণ্য রাজনীতিবিদ, অর্থনৈতিক সংস্কারক ও সিলেট বিভাগের রূপকার সাবেক সফল অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে মরহুমের নিজ গ্রাম মৌলভীবাজার জেলা সদরের বাহাদমর্দন গ্রামে কবর জিয়ারত করেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
মরহুমের কবর জিয়ারতের উদ্দেশ্যে ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী ভাতালিয়াস্থ বাসায় জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে সকাল ১১টার দিকে রওয়ানা দেন নেতৃবৃন্দ। বাদ জোহর নেতৃবৃন্দ মরহুমের মাজার জিয়ারতকালে তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন এবং মরহুমকে জান্নাতের উচ্চ মোকাম দান করার জন্য মহান রাব্বুল আল আমিনের দরবারে দোয়া করেন।
মাজার জিয়ারতকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, সহ-সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল হক জিয়া, আমির হোসেন, যুগ্ম সম্পাদক মিলাদ আহমদ, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, মহানগর বিএনপি নেতা কামাল মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এ. কে. এম. ফজলুল হক, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ রহিম আলী রাসু, নজির আহমদ, সজিবুর রহমান রুবেল, নাজির আহমদ, মহানগর ছাত্রদলের সহ সভাপতি আব্দুল হাছিব, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন প্রমুখ।
মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপি নেতৃবৃন্দ : সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানের ১১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের বাহারমর্দনে এম. সাইফুর রহমানের কবর জিয়ারত করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও মরহুম এম. সাইফুর রহমান স্মৃতি সংসদ সিলেটের আহবায়ক আরিফুল হক চৌধুরী। এসময় বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কবর জিয়ারতের পর সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী মরহুম এম. সাইফুর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় সিলেট জেলা বিএনপি, সিলেট মহানগর বিএনপি, সিলেট জেলা আইনজীবী সমিতি, সিলেট জেলা ছাত্রদল, যুবদল, কৃষক দল শ্রমিক দল সিলেট জেলা ও মহানগর শাখা, ছাত্রদলের পক্ষ থেকে ফল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এম সাইফুর রহমান ছিলেন বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের বুনিয়াদ রচনাকারী। তিনি ছিলেন দেশের টেকসই উন্নয়নের একজন সুদক্ষ পরিকল্পনাবীদ। মধ্য আয়ের দেশের তালিকায় বাংলাদেশ উন্নিত হয়েছে যাতে এম. সাইফুর রহমানের বিশাল অবদান রয়েছে।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, উন্নয়নে আপোষহীন এম. সাইফুর রহমানের উন্নয়নের ছোয়া দেশ তথা সিলেট বিভাগের সবখানেই দৃশ্যমান। ইদানিং সিলেটের নানা উন্নয়ন প্রকল্পের নামফলক থেকে দেশ দরদী বিশ^ বরেন্য অর্থনীতিবিদ সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানের নাম মুছে ফেলা হচ্ছে। যা অত্যান্ত দুঃখজনক।
বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, এম. সাইফুর রহমানের নাম নামফলক থেকে মুছে ফেলা যাবে, কিন্তু সিলেট তথা দেশবাসির হৃদয় থেকে তাঁর নাম মুছা যাবে না। দেশের মানুষের অন্তরে এম. সাইফুর রহমানের নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে।
পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে মরহুম এম. সাইফুর রহমানের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এম. সাইফুর রহমানের বাড়িতে আয়োজিত আলোচনা সভা ও দেয়া মাহফিলে বক্তব্য রাখেন মেয়র আরিফুল হক চৌধুরী। সভায় দোয়া পরিচালনা করেন মাওলানা মোস্তাক আহমদ খান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন সোহেল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপি নেতা কামরুল হাসান শাহিন, সিলেট জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক ফজলুল হক সেলিম, সদর থানা বিএনপির আহবায়ক আবুল কালাম মেম্বার, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, জেলা যুবদলের সাবেক নেতা আব্দুস শুকুর, মহানগর বিএনপির সদস্য আব্দুস সামাদ তুহেল, শ্রমিক দল জেলা শাখার সভাপতি সুরমান আলী, শ্রমিক দল মহানগর শাখার সভাপতি ইউনুস আলী, শ্রমিক দল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান, শ্রমিক দল মহানগর শাখার সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, কৃষক দল জেলা শাখার আহবায়ক শহীদ আহমদ চেয়ারম্যান, সদস্য সচিব তাজুল ইসলাম তাজুল, মহানগর বিএনপি নেতা আব্দুস সাত্তার মামুন, যুবদল নেতা মুমতাজুর রহমান মুন্না, জেলা ছাত্রদল সিনিয়র সহ সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, মহানগর ছাত্রদল সহ সভাপতি মাশরুর রাসেল, সোহেল রানা, হকার্স দলের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক খোকন মিয়া, সহ সভাপতি নুরুল ইসলাম সহ মরহুম এম. সাইফুর রহমান স্মৃতি সংসদ সিলেটের নেতৃবৃন্দ।
এদিকে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানের ১১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সামনের উন্মুক্ত স্থানে সকাল ১১ টায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি