খাদিমপাড়াকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত না করার দাবিতে মানববন্ধবন

26
সিলেট বিভাগ গণদাবী পরিষদ সিলেট সদর উপজেলা শাখার উদ্যোগে সিলেট শহরতলীর ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৪ থেকে ৯ নম্বর পর্যন্ত ওয়ার্ডকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না করার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখছেন খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: নজরুল ইসলাম বিলাল।

সিলেট বিভাগ গণদাবী পরিষদ সিলেট সদর উপজেলা শাখার উদ্যোগে সিলেট শহরতলীর ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৪ থেকে ৯ নম্বর পর্যন্ত ওয়ার্ডকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না করার দাবিতে এক মানববন্ধবন কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা শাহপরান (রহ.) মাজার গেইটে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
সংগঠনের সভাপতি মো. রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওয়াজেদ আলীর পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বিলাল, আনোয়ার হোসেন আনু মেম্বার, ছাত্রলীগ নেতা জুয়েল আহমদ, সিলেট সদর উপজেলা সিলেট বিভাগ গণদাবি পরিষদের সিনিয়র সহ সভাপতি আব্দুল আহাদ খাদেম, শেখ সেলিম, কবির আহমদ মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সহ তথ্য ও প্রচার সম্পাদক মাইন উদ্দিন পাটোয়ারী, অর্থ সম্পাদক আব্দুল আহাদ, দপ্তর সম্পাদক লুৎফুর রহমান, সহ দপ্তর সম্পাদক জাকারিয়া আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনহার উদ্দিন, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, সদস্য দুলাল আহমদ, আনু মিয়া, সাবেক মেম্বার গৌছ উদ্দিন পাখি, আবুল কালাম নুর, আবু বক্কর লিলু, জবরুল হোসেন, আব্দুল আলী, শামীম আহমদ সুমন, চান মিয়া, খলিলুর রহমান পুতুল, মীর শাহী, শাহ আলম, রফিক মিয়া, জুয়েল আহমদ, বিল্লাল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৩টি ওয়ার্ড ইতোমধ্যে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বিচ্ছিন্নভাবে আরো কয়েকটি ওয়ার্ড সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত করার প্রক্রিয়া চলছে। বক্তারা বলেন, ইউনিয়নবাসী সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হতে চান না। ইউনিয়নবাসীর এই দাবি মেনে নেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, সিলেটের জেলা প্রশাসক, সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সুদৃষ্টি কামনা করেছেন। বক্তারা বলেন, ইউনিয়নবাসীর দাবি উপেক্ষা করে যদি সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নেওয়া হয়, তাহলে সিলেট বিভাগ গণদাবি পরিষদ কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষণা দিতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি