ক্রোয়েশিয়ার বিপক্ষে অনিশ্চিত রোনালদো

5

স্পোর্টস ডেস্ক :
উয়েফা নেশন্স কাপ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরার অপেক্ষায় ছিলেন পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে পায়ের সংক্রমণ সিআর সেভেনের, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তার মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে। শনিবার মুখোমুখি হবে পর্তুগাল-ক্রোয়েশিয়া।
লিসবনে পর্তুগালের অনুশীলনে রোনালদো দলের সঙ্গে অনুশীলন করেননি। ডান পায়ের আঙুলের সংক্রমণ হয়েছে বলে জানা গিয়েছে। পর্তুগীজ ফুটবল ফেডারেশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, রোনালদোকে সুস্থ করতে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা চলছে। তবে তার সুস্থ হতে সময় লাগবে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে রোনালদো ম্যাচ খেলার মত জায়গায় থাকবেন কিনা সে সম্পর্কে এখনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
এদিকে, দেশের জার্সিতে ১৬৪ ম্যাচে ৯৯ গোল করে বসে রয়েছেন সিআর সেভেন। জাতীয় দলের হয়ে দ্বিতীয় ফুটবলার হিসেবে শততম গোলের মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে পর্তুগীজ সুপারস্টার। তাই গোলের সেঞ্চুরি করতে রোনালদোর অপেক্ষা বাড়বে, নাকি ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নেমে মাইলস্টোন স্পর্শ করবেন সেটা অবশ্য সময় বলে দেবে।