আয়রে আনাস আয়

6

মুুহাম্মদ আলী আশরাফ

আয়রে আনাস অমূল্য ধন
বাবা তোরে ডাকি,
থাকলে দূরে অন্তর পুড়ে
কেমনে ভালো থাকি!

তোর বিহনে দুই নয়নে
অশ্রু আমার ঝরে,
থাকলে পাশে হৃদয় হাসে
আনন্দে মন ভরে।

তোকে দিয়ে প্রভু আমার
দুঃখ কেড়ে নিলো,
তারই সাথে এই ধরণীর
শান্তি সবই দিলো।

তোকে ছাড়া দিন-রজনী
শান্তি আমি পাই না,
তাই-তো দূরে দূরে থাকিস
ভুল করে ও চাই না।

থাকবি পাশে থাকি আশে
রাখতি আমায় সুখে,
তা না হলে মনটা বলে
জনম যাবে দুখে।