বড়লেখায় বীট পুলিশিং সমাবেশ

4

বড়লেখা থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, করোনা সংক্রমণে আইন শৃঙ্খলা বিষয়ক বীট পুলিশিং সমাবেশ ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে।
বড়লেখা থানা পুলিশ ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের উদ্যোগে লক্ষ্মীছড়া দূর্গামন্ডপে বীট পুলিশিং সমাবেশ স্থানীয় ইউ.পি চেয়ারম্যান এনাম উদ্দিনের সভাপতিত্বে ও গ্রাম আদালত সহকারী আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্যুরিষ্ট পুলিশের অফিসার ইনচার্জ ফয়ছল আতিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সর্দার, জুড়ী টিএন খানম কলেজের সাবেক অধ্যক্ষ অরুন চক্রবর্তী। বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, বড়লেখা থানার সেকেন্ড অফিসার প্রভাকর রায়, মাধবকুন্ড উন্নয়ন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অনুকূল দেব, লক্ষ্মীছড়া চা বাগান সহকারী ব্যবস্থাপক এমদাদ হোসেন চৌধুরী। দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুব্রত দাস শিমুল, লক্ষ্মীছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি রাজেন্দ্র ভৌমিক এছাড়া অনেকে বক্তব্য রাখেন।