গোলাপগঞ্জে চোরাইকৃত মালামাল উদ্ধার, দুই চোর আটক

20
গোলাপগঞ্জে উদ্ধারকৃত চোরাই মালামাল ও আটক দুই চোর।

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জের লক্ষনাবন্দে চাঞ্চল্যকর চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ চোরকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় তাদের থেকে বেশ কিছু চুরিকৃত মালামাল উদ্ধার করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) বিকাল ৩টায় গোলাপগঞ্জ মডেল থানার সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন, লক্ষণাবন্দ মাঝপাড়ার নুরুল ইসলামের পুত্র জায়েদ আহমদ (২৪) ও মজনু মিয়ার পুত্র ইফতেখার আহমদ ইফতি (৩০)। প্রেস ব্রিফিং এ গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী বলেন, গত ১৬ আগস্ট উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের উত্তরগাও মাঝপাড়া গ্রামের রহিমা বেগমের ঘরের পানির ট্যাংকিতে ঘুমের বিষাক্ত পদার্থ মিশিয়ে ঘরের সকল সদস্যদেরকে অজ্ঞান করে আসামীরা সর্বমোট ৩ লক্ষ ৩৭ হাজার ৩০০ টাকার মালামাল চুরি করিয়া নিয়ে যায়। পরবর্তীতে রহিমা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ করিলে পুলিশ আসামীদের গ্রেফতারে জোর তৎপরতা শুরু করে। পুলিশের ব্যাপক অভিযানে সোমবার রাতে (৩১ আগষ্ট) এসআই পিন্টু সরকার এর নেতৃত্বে সঙ্গীয় এসআই ফয়জুল করিম ও এসআই হেলাল উদ্দিনসহ একদল পুলিশ লক্ষণাবন্দ উত্তরগাঁও মাঝপাড়ায় অভিযান চালিয়ে এজাহারে সন্দিগ্ধ আসামী জায়েদ আহমদ কে নিজ বাড়ী হইতে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ইফতেখার আহমদ ইফতিকে আটক করে চুরিকৃত মালামাল জব্দ করে থানায় নিয়ে আসা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি ওয়ালটন ফ্রিজ, একটি পানির পাম্প দুইটি চার্জার ফ্যান, একটি মোবাইল আইফোন, একটি ধারালো বড় চোরা এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন ধারালো যন্ত্রপাতি। উদ্ধার হওয়া মালামালের মূল্য ৯৩ হাজার। বাকি চুরিকৃত মালামাল উদ্ধার ও জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশ জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।