নাইওরপুল থেকে ভারতীয় ক্রীমের চালানসহ চোরাকারবারি আটক

14
র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ আমদানী নিষিদ্ধ ঔষধ সহ আটক চোরাকারবারি ও উদ্ধারকৃত মালামাল।

স্টাফ রিপোর্টার  :
নগরীর নাইওরপুলে অবৈধপথে আসা বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব। এ সময় ৩ হাজার ২০০ পিস ভারতীয় ক্রীম উদ্ধার ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধারকৃত ক্রিমের বাজার মূল্য ৭ লক্ষ টাকা। গতকাল মঙ্গলবার দুপুরে বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম পিএসসি-এএসসি’র নেতৃত্বে নগরীর নাইওরপুল এলাকায় র‌্যাবের একটি টিম অভিযান পরিচালনা করেন। এ সময় চোরাকারবারি লিটন আহমেদ (৩৩) কে আটক করা হয়। সে ইলেকট্রিক সাপ্লাই এলাকার মো. আব্দুল জলিলের পুত্র।
অভিযানে ছিলেন সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামান সহ সিপিসি-১ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল। জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।