মুক্তিযোদ্ধার উপর হামলার প্রতিবাদে ও মোস্তাফিজের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে মানববন্ধন

10
চট্টগ্রামের বাঁশখালীতে মৃত মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সমাধিতে, মুক্তিযোদ্ধাদের সমাবেশে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান সহ গণমাধ্যম কর্মীদের উপর এম.পি মোস্তাফিজুর রহমানের সন্ত্রাসী বাহিনী দ্বারা হামলার প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের মানববন্ধনে বক্তব্য রাখছেন সিলেট জেলা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।

চট্টগ্রামের বাঁশখালীতে মৃত মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সালামিতে, মুক্তিযোদ্ধাদের সমাবেশে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান সহ গণমাধ্যম কর্মীদের উপর এম.পি মোস্তাফিজুর রহমানের নির্দেশে তার সন্ত্রাসী পেটোয়া বাহিনী দ্বারা হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন পালন করা হয়েছে। মানববন্ধনে বক্তারা কথিত এম.পি মোস্তাফিজুর রহমানের সংসদ সদস্য পদ বাতিল ও তার সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তির দাবী জানান। অনতিবিলম্বে এমপি মোস্তাফিজকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে। আর তা না হলে, সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান সকলকে সাথে নিয়ে কঠোর আন্দোলন দিতে প্রস্তুত রয়েছে।
২৯ আগষ্ট শনিবার বেলা ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিয়ট কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা ও মহানগর শাখা, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা ও মহানগর।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সভাপতি নুর আহমদ কামালের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা শাখার সভাপতি মো. জিল্লুর রহমানের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা কমান্ডের সর্বশেষ নির্বাচিত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মনোজ কপালী মিন্টু, বীর মুক্তিযোদ্ধা মনাফ খান, মহানগর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জেলা সহ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর রফিক উদ্দীন আহমদ, বীর মুক্তিযোদ্ধা পান্নালাল রায়, জেলা সহ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুটি মিয়া, দ: সুরমা উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী, বিশ্বনাথ উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রণজিৎ চন্দ্র ধর, ডেপুটি কমান্ডার বিশ্বনাথ উপজেলা বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. আলতাব আলী, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শোয়েব আহমদ, বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মনির আলী, বীর মুক্তিযোদ্ধা রজনী দাস, বীর মুক্তিযোদ্ধা বিমল দে, বীর মুক্তিযোদ্ধা আজমান আলী, বীর মুক্তিযোদ্ধা মন্টু দাস, বীর মুক্তিযোদ্ধা কার্তিক রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খান, বীর মুক্তিযোদ্ধা ছলিম ঊল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলী, বীর মুক্তিযোদ্ধা কাজল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা বাবুল মিয়া, বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বিশ্বনাথ আলতাফ আলী, বীর মুক্তিযোদ্ধা মখন মিয়া।
সিলেট জেলা ও মহানগর শাখার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, সিরাজুল ইসলাম ছুরোকী, ময়না মিয়া, সাইফুল ইসলাম, শিফত মিয়া, ইন্দু ভূষণ দাস বিপ্লব, কামাল উদ্দিন মেম্বার, সুজন মিয়া, কবি নুরউদ্দিন রাসেল, আনোয়ার হোসেন, আশরাফুল ইসলাম চান মিয়া, আব্দুল মন্নান, জুয়েল আহমদ খান, নেহজাব আহমদ সাফি, রঞ্জন নায়ক, আবু সাঈদ, মিনারা বেগম, মো. ফারুক আহমদ, আনোয়ার হোসেন, শামিম আহমদ, আল-আমিন, ফয়ছল আহমদ খান, সাইফুল ইসলাম, সুলতান খান, শামিম আহমদ, সামাদ আহমদ, আব্দুর রহমান, ফারুক হোসেন, আব্দুল আহাদ, সাজু মিয়া, রুহিন খান, রাসেল আহমদ, রুহেল আহমদ।
সিলেট জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের নেতৃবৃন্দ সাধারণ সম্পাদক আলা উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আহসান রুবেল, ক্রীড়া বিষয়ক সম্পাদক পাপলু আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক আলিয়া ইকবাল চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি শাহান আহমদ শাওন, গোলাপগঞ্জ উপজেলার সভাপতি হাদি আহমদ, মিনহাজ আহমদ, সৌরভ আহমদ, মুনতাহার হোসেন, লিমন আহমদ, ফরিদ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি