গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে র‌্যালি ও সমাবেশে ॥ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশকে গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদে অনুস্বাক্ষর করতে হবে

13
গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মায়ের ডাক, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক সিলেটের উদ্যোগে নগরীতে র‌্যালী বের করা হয়।

গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে শনিবার সিলেটে র‌্যালি-সমাবেশ করেছে মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেট ওয়ার্ক। র‌্যালি পরবর্তী সমাবেশে বক্তারা গুম হযে যাওয়া ব্যক্তিদের স্মরণ করে বলেন, গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে তাদের পরিবারগুলোকে নিরাপত্তা দিতে হবে। কারণ তাদের স্ত্রী-সন্তানরা আর্থিক ও সামাজিকভাবে অধিকার থেকে বঞ্চিত হয়ে কষ্টে দিনাতিপাত করছেন। তারা গুম, বন্দুক যুদ্বের নামে বিচার বহির্ভূত হত্যা ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতন বন্ধ করে গণতান্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশকে গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদে অনুস্বাক্ষর করার দাবি জানান। নগরীর সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাবের সামনে র‌্যালি পরবর্তী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
মানবাধিকার কর্মী ও সাংবাদিক মো.মহিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ ঊল্লাহ শহিদুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, টুকের বাজার ইইনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শহিদ আহমদ, মোগলগাও ইঊনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ জামাল নুরুল হুদা, ওকাস সিলেটের সভাপতি খালেদ আহমদ, ক্রীৃড়া সংগঠক শাকিল মুর্শেদ, ভিকটিম পরিবারের মধ্যে ছাত্র নেতা ইফতেকার আহমদ দিনারে বোন তাহছিন শারমিন তামান্না, জুনেদ আহমদের ভাই হাসান মঈন ঊদ্দিম (মইনুল) ও আনসার আলীর স্ত্রী মুক্তা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সাবেক সহ সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, এডভোকেট সৈয়দ কাওছার আহমদ, সাংবাদিক কাউসার চৌধুরী, সাবেক ছাত্র নেতা মো.ময়নুল হক, সাংবাদিক খালেদ আহমদ, সাংবাদিক শেখ আব্দুল মজিদ, মানবাধিকার কর্মী আলী অহসান হাবীব, এডভোকেট মজনুর রহমান, আমীন তাহমীদ, নজিমউদ্দিন পান্না, মাসুক আহম, সাংবাদিক শাহনেওয়াজ তালুকদার, আশিকুর রহমান রানা, খালেদ আহমদ,চাদনী বেগম, মো.আফিজ আলী, সবুর আহমদ, আব্দুর রহমান খালে, জকির হোসেন ফাহিম, মেহেদী হাসান মামুন, সহিন আহমদ, হাদি আল মাহির প্রমখ। নগরীর সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাবের সামন র‌্যালী বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা সিলেটের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী, তার গাড়ী চালক আনছার আলী, ছাত্র নেতা ইফতেকার আহমদ দিনার, জুনেদ আহমদ, ব্যবসায়ী হাবিবুর রহমানসহ গুম হযে যাওযা ব্যক্তিদের সন্দান ও নিরাপত্তার দাবী জানান। বিজ্ঞপ্তি