ছাতকে আবুল কালাম হত্যাকান্ডের প্রতিবাদে বিশাল মানববন্ধন

7
ছাতকে আবুল কালাম হত্যাকান্ডের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।

আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
ছাতকে যুবলীগ নেতা আবুল কালাম হত্যাকান্ডের প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বেলা ৩টায় উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর-লামা রসুলগঞ্জ (মরহুম আবুল খয়ের) সড়কের পীরপুরবাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দেশবন্ধু শিক্ষা কল্যাণ ট্রাষ্ট, বন্ধুমহল ও এলাকাবাসীর পৃথক ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য, আব্দুস সহিদ মুহিত। এমসি কলেজের শিক্ষার্থী ইকবাল হোসাইনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগে সাংগঠনিক সম্পাদক এইচ এম আরজ আলী, সুন্দর আলী বুলবুল, অবসর প্রাপ্ত সাবেক বিজিবি সদস্য আব্দুল গফুর, টি এম রায়হান, তাহের আহমদ চৌধুরী, সদরুল আমীন সোহান, জুবের আহমদ, আজাদুল ইসলাম, মখলিছুর রহমান, মুফতি মাওলানা এখলাসুর রহমান সিদ্দিকী, ইউপি সদস্য আনোয়ার আলী ও রাজন আহমদ, সাবেক মেম্বার শহিদ আহমদ, শায়েস্তা হোসেন, পলাশ, আমিরুল, সাজ্জাদুর রহমান, সুমেল আহমদ, আশরাফ আহমদ, আনোয়ার প্রমুখ।
এ সময় এলাকার বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগসহ পাঁচ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক, পীরপুর গ্রামের মৃত ছমির আলীর ছেলে আবুল কালামকে যারা নির্মম ভাবে দিনে-দুপুরে হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। বক্তারা আরও বলেন, হত্যাকান্ডের পর স্থানীয় জনতা ধাওয়া করে খুনি নুর আলী ও শাহ আলমকে তাৎক্ষণিক আটক করে পুলিশে দেয়া হলেও আর কোন আসামীকে গ্রেফতার করা হয়নি। থানা পুলিশ চিহ্নিত খুনিদের গ্রেফতার করতে ব্যর্থ হলে স্থানীয় জনতার সহযোগিতা নেয়ার জন্য পুলিশ প্রশাসনকে আহবান জানান বক্তারা।