ওসমানী ও শাবির পিসিআর ল্যাবে পরীক্ষায় আরও ৯৪ জনের করোনা শনাক্ত

11

স্টাফ রিপোর্টার :
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে শুক্রবার (২৮ আগষ্ট) করোনা পরীক্ষায় ১৯ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।
ওসমানীর ল্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার হাসপাতালটির ল্যাবে নমুনা পরীক্ষায় ১৯ জনের শরীরে পাওয়া গেছে করোনার অস্তিত্ব।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১৪ জন, সুনামগঞ্জের ২জন, হবিগঞ্জের ১জন ও মৌলভীবাজারের ২জন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ৭৫ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। শুক্রবার (২৮ আগষ্ট) দৈনিক নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।
নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বাসিন্দা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শাবির ল্যাবে আজ শুক্রবার ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ৭৫ জন ব্যক্তি করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে সিলেটের ২৮ জন, সুনামগঞ্জের ১৫ জন ও হবিগঞ্জ জেলার ৩২ জন রয়েছেন।