মানববন্ধনে বক্তারা ॥ এমপির গাড়িতে হামলাকারী অন্যান্য আসামিদের অবিলম্বে গ্রেফতার করুন

9
বিশ্বনাথে স্থানীয় এমপি মোকাব্বির খানের গাড়িতে হামলার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন গণফোরাম সিলেটের আহবায়ক এডভোকেট আনসার খান।

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
স্থানীয় এমপি ও গণফেরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতার দাবিতে বিশ্বনাথে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২২আগষ্ট) দুপুরে উপজেলা সদরের বাসিয়া ব্রীজে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বিশ্বনাথ উপজেলাবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, গত ১০ আগষ্ট পুলিশের সামনে এমপির গাড়িতে সন্ত্রাসীরা হামলা করেছে। অজস্র ইট পাটকেল নিক্ষেপ করেছে। এই হামলার ঘটনায় মামলার পর এক আসামিকে গ্রেফতারের পর রিমান্ডে এনে পুলিশ তাকে জামাই আদর করেছে। ওই এক আসামি ছাড়া এখনও পর্যন্ত আর কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অনতি বিলম্বে আসামিদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।
সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, ভোট জালিয়াতির মাধ্যমে সরকার ক্ষমতায় এসেছে বলেই দিয়ে এমপির গাড়িতে হামলা করে সন্ত্রাসীরা। তারা কোন দলের সেটা আমরা জানিনা। তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তার নিমন্ত্রণে মাসিক আইন শৃংখলা সভায় যোগ দিতে গিয়ে হামলার শিকার হন এমপি। ওইদিন পুলিশ কর্মকর্তারা যেমন দায়িত্বে অবহেলা করে আইনশৃংখলার অবনতি ঘটিয়েছেন তেমনি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও। কাজেই এমপির গাড়িতে হামলার এ দায় উপজেলা প্রশাসনকেই নিতে হবে।
সম্প্রতি স্থগিত হওয়া গণফোরামের উপজেলা কমিটির আহবায়ক নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠক হোসাইন আহমদ রাজনের পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর গণফোরামের আহবায়ক অ্যাডভোকেট এমদাদুল হক, যুগ্ম-আহবায়ক ডা: শাহ আজাদ আলী, সদস্য-সচিব আশরাফ আহমদ, বিশ্বনাথ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নু’মান আহমদ, ব্যবসায়ী তোফায়েল আহমদ ও বৈরাগীবাজার রেডরোজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোশারফ আলী মোশারফ। এর আগে শুরুতে কোরআন তেলাওয়াত করেন আল ইসলাহ কর্মী শাহেদ আহমদ শিপু।