আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে সাধারণ মানুষের কল্যাণ হয় —– মাহমুদ উস সামাদ এমপি

8
দক্ষিণ সুরমা উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে জটিল রোগে আক্রান্ত রোগীদের মধ্যে চিকিৎসার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।

সিলেট-৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সমাজের অসহায় মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দেশে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের সু-চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে অনুদান প্রদান কার্যক্রম চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রতিটি উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় অনুদান প্রদান করা হচ্ছে। এতে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা সুবিধা ভোগ করতে সক্ষম হচ্ছে। ইনশাআল্লাহ আওয়ামীলীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে এসুযোগ চালু থাকবে। তিনি অনুদান প্রাপ্তিদেরকে এই অর্থ চিকিৎসা খাতে ব্যাবহার করার জন্য আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গত ২০ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা সহকারী অফিসার (ভূমি) ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে ও সমাজসেবা অফিসের অফিস সহকারী কালাম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, মোগলাবাজার থানার ওসি মোঃ ছাহাবুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মুন্তাকিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আফসর আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, আওয়ামীলীগ নেতা সেলিম আহমদ মেম্বার, আইয়ুব হোসেন মেম্বার, যুবলীগ নেতা মনসুর আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল আহমদ প্রমুখ।
পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ৩৪ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ১৭ লক্ষ টাকার চেক বিতরণ করেন। বিজ্ঞপ্তি