দেশে যখনই অন্যায়-দুর্নীতি দেখা দেয় তখনই তা সরকার শক্ত হাতে দমন করে – পররাষ্ট্র মন্ত্রী

33
বাইশটিলায় মাছের পোনা অবমুক্ত করছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

স্টাফ রিপোর্টার :
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন বলেছেন, যখই দেশে অন্যায়-দুর্নীতি দেখা দেয়, তখনই সরকার তা শক্ত হাতে দমন করে। দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তাই দুর্নীতি মাথাছাড়া দিয়ে উঠলেই সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। খাদিমনগর ইউনিয়নের বাইশটিলা গ্রামের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত শেষে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে সকাল ১১টায় সিলেট সদর উপজেলা খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারে পাঠানগাঁওয়ে অবস্থিত রাতারগুল অর্গানিক এগ্রো টেকনোলজি পার্ক ও রিসোর্টের উদ্বোধন করেন মন্ত্রী।
রিসোর্ট উদ্বোধনকালে মন্ত্রী বলেন, করোনা মহামারিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তা বিরল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফখরুল ইসলাম চৌধুরী।
এসব অনুষ্ঠানে মন্ত্রীর সাথে ছিলেন, সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রীর সহধর্মিনী মিসেস সেলিনা মোমেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার (উত্তর) শেখ আজবাহার আলী, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম, এ এস পি নজরুল ইসলাম, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার, সদর ইঞ্জিনিয়ার সাইফুল আজম, সিলেট চেম্বারের সভাপতি এটি এম শোয়েব, সিলেট সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদত হোসেন, গোয়াইনঘাট থানায় অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, মহানগর যুবলীগের আহবায়ক আলম খাঁন মুক্তি, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দীন, সিলেট মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমদ, সিলেট সদর উপজেলা স্পোর্টস

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

একাডেমির সভাপতি মো. ইকলাল আহমদ, খাদিমনগর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার সাকির, ৫নং ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দীন ইমরান, ৬নং ওয়ার্ডের মেম্বার বশির আহমদ, ৭নং ওয়ার্ডের মেম্বার মো. আনছার আলী, পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত কর্মকর্তা জুয়েল আহমদ, এডভোকেট আবুল হোসেন, যুবলীগ নেতা আবুল কালাম প্রমুখ।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। ব্যবসায়ীদের যে কোন সমস্যা সমাধানে সরকার আন্তারিক। সরকার তার উন্নয়ন অগ্রযাত্রায় বেসরকারি খাতকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিনিধি দলের সাথে মতবিমিয় সভায় তিনি এসব কথা বলেন। গত বুধবার (১৯ আগষ্ট) সন্ধ্যায় নগরীর হাফিজ কমপ্লেক্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ পররাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এই করোনা মহামারীর সময়ে ব্যবসায়ীদের বিভিন্ন টেক্স মওকুফের জন্য তারা পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। পররাষ্ট্রমন্ত্রী ব্যবসায়ীদের বিভিন্ন টেক্স নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করবেন বলে আশ^াস দেন। এ সময় তিনি অচিরেই সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের একটি স্থায়ী অফিস দেয়ার ঘোষণা দেন।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদের সঞ্চালনায় মতবিনিময়কালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. আলেক মিয়া, শাহ আহমেদুর রব, আব্দুল কাইয়ূম মুকুল ও সুহেল আহমদ সাহেল, মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ব্রম্মময়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুর রহমান, সিটি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নূল হোসেন, জলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ মো. কয়ছর আলী, ধর্ম সমম্পাদক লুৎফুর রহমান লিলু, সহ-প্রচার সম্পাদক ইমরান খান রায়হান, শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল মুহিত স্বপন, আইন সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গির আলম, আন্তর্জাতিক সম্পাদক আতিকুর রহমান সুহেদ, সহ-পাঠাগার সম্পাদক মুফতি আনিসুর রহমান তিতাস, কার্যকরী সদস্য শাখাওয়াত হোসেন, বটেশ^র বাজার ব্যবসায়ী সমিতির সদস্য ইকবাল হোসেন, মদিনা মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী রাহেল আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আহাদ চৌধুরী রুবেল প্রমুখ। মতবিনিময় শেষে বঙ্গববন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম সমম্পাদক লুৎফুর রহমান লিলু প্রমুখ।