বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করলেন পররাষ্ট্র মন্ত্রী

10
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

স্টাফ রিপোর্টার :
মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা এবং এর ভ্যাকসিন কিভাবে দ্রুত আমরা পেতে পারি-সেই ব্যাপারে আলোচনা করতে মূলত ভারতীয় পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে। করোনা পরবর্তীতে ব্যবসা বাণিজ্য শুরু হচ্ছে। এই অবস্থায় কি ভাবে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করবো-সে বিষয়েও আলোচনা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদিন পণ্য নিয়ে শত শত ট্রাক দুই দেশের মধ্যে চলাচল করছে এবং এসবের মধ্যে তাদের ট্রাকই বেশি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক অনেক সমস্যা আছে। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় সেই সব সমস্যারও সুন্দর সমাধান হবে।
গতকাল বুধবার সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন। সকাল ১০টায় প্রথমে তিনি ম্যুরালের ফলক উন্মোচন করেন। উদ্বোধন শেষে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রদ্ধা নিবেদন করেন।