সড়ক সংস্কার জরুরী

12

সিলেট অঞ্চলসহ সারাদেশের সড়ক সমূহের বেহাল অবস্থা বিরাজ করছে। এ পরিস্থিতিতে সংস্কার জরুরী হয়ে পড়েছে। সড়ক সমূহের মেরামত বা সংস্কার কাজে দেরী হলে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়বে। দেখা দিবে জন দুর্ভোগ।
চলতি বন্যা আর অতি-বর্ষণের ফলে দেশের শহর-শহরতলীসহ গ্রামাঞ্চলের সড়ক সমূহের বেহাল অবস্থা। পাকা-অর্ধ পাকা প্রতিটি সড়কের পিস উটে গিয়ে শত-শত গর্তের সৃষ্টি হয়েছে। অনেক সড়ক চলাচলের অনুপোযোগী। যা বন্যা দুর্গত মানুষের যাতায়াতে সমস্যা বৃদ্ধি পাবে ছাড়া কমবে না।
সাম্প্রতিক অধিক বৃষ্টিপাত ও দীর্ঘ স্থায়ী বন্যার ফলে দেশের সড়ক সমূহের অবকাঠামোর ক্ষতি হয়েছে, তা দ্রুত সংস্কার কাজে হাত দিতে হবে। যাতে বন্যায় দুর্গত মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে না হয়।
দেশে সাম্প্রতিক কোভিড-১৯ নামক করোনা ভাইরাসে সংক্রমণে সাধারণ মানুষ অজানা বিপদের আশংকায় ভুগছেন। এ মহামারির মধ্যে প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠা কত কষ্টকর তা ভুক্তভোগী ছাড়া কেউ অনুভব করা সম্ভব নয়।
বন্যা দুর্গত এলাকায় বন্যার পানি নামতে শুরু করেছে, পানি নামার সাথে-সাথে দেখা দিবে নানাবিদ রোগের প্রকোপ। এসব রোগে আক্রান্তের সংখ্যা ও বাড়বে। এ সব রোগীদের যাতায়াতে ভাঙ্গাছোড়া সড়কে চলাচল করতে গিয়ে প্রাণ হারাতে না হয়।
সাম্প্রতিক বন্যায় সিলেট অঞ্চলের প্রতিটি সড়কের মারাত্মক ক্ষতি সাধন হয়েছে, এ সব সড়ক দিয়ে যাত্রী ও পণ্যবাহী যানবাহন গুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। গ্রামাঞ্চলের সড়ক গুলোতে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা ও কম নয়। এ সব দুর্ঘটনা রোধে সড়ক সংস্কারের বিকল্প নেই।
বিশেষজ্ঞদের মতে সড়কের অবকাঠামো রক্ষায় জরুরী ভিতিতে প্রতিটি সড়কের সংস্কার কাজের পদক্ষেপ নেয়া অতীব প্রয়োজন।