দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

7

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধুর মোড়ালে শ্রদ্ধাঞ্জলি শেষে আলোচনা সভা উপজেলা অডিটোরিয়ানে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন রহমান কলি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আক্তার মিতা, দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন, মোগলাবাজার থানার ওসি মোঃ ছাহাবুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মইনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, সাবেক চেয়ারম্যান হাজী চুনু মিয়া, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সত্য ব্রত রায়, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সারওয়ার আলম মিতুন।
উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা প্রকৌশলী আফসর আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ময়নুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আব্দুল রাজ্জাক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপন কান্তি ঘোষ, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, প্রাণিসম্পদ কর্মকর্তা জুনায়েদ কবির, সহকারী মৎস কর্মকর্তা ছমির উদ্দিন, কামাল বাজার ইউনিয়ন প্রশাসক তন্ময় আদিত্য, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফখরুজ্জামান, জনস্বাস্থ্য কর্মকর্তা ইশফাক চৌধুরী, পরিসংখ্যান কর্মকর্তা মোস্তফা মাহবুব ইফতেখার চৌধুরী, আওয়ামীলীগ নেতা ফজলুল করিম হেলাল, আলী রাজা, খিজির খান, পংকি মিয়া, শানর আলী, আতিকুর রহমান, আতিকুল হক, সেলিম আহমদ মেম্বার, সাহেল আহমদ চৌঃ কামাল মেম্বার, আনোয়ার হোসেন মাষ্টার, আব্বাস উদ্দিন প্রমুখ।
এর আগে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এছাড়া উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মোগলাবাজার থানা, দক্ষিণ সুরমা থানা, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর মোড়ালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। বিজ্ঞপ্তি