মুজিব কোথায়

14

হামীম রায়হান

মুজিব কোথায়! মুজিব কোথায়!
কে তুলেছে রব?
এই বাংলার আকাশ, বাতাস
মুক্ত যে আজ সব।
একাত্তরের যুদ্ধ হল
মুজিব দিলে ডাক,
সেই ইতিহাস সুখ ও শোকের
আজকে না হয় থাক!
সদ্য স্বাধীন দেশটা মুজিব
গড়তে নিল পণ,
কেউ হবে না শত্রু কারো,
সব হবে যে আপন।
আপন ভেবে সবায় পেতো
মুজিবের বুকে ঠাই,
বুক ফুলিয়ে বলত মুজিব
শত্রু আমার নাই!
হঠাৎ কিছু মানুষরূপি
হায়না করে নাশ,
মুজিবের বুকে গুলি মেরে
করে বাংলা লাশ!
মুজিব গেল হারিয়ে সেদিন,
স্বপ্ন হল শেষ,
না, না মুজিব যায়নি হারায়,
আছে সারা দেশ!