ওসমানী ও শাবির ল্যাবে পরীক্ষায় ১৪৪ জনের নতুন করে করোনা শনাক্ত

7

স্টাফ রিপোর্টার :
সিলেটের দুই ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ১৪৪ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৭০ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষা শেষে ৭৪ জনের শরীরে শনাক্ত হয় করোনা।
বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর ল্যাবে ২৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।
বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, নমুনা পরীক্ষা করে ৭৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এদের মধ্যে সিলেটের ২১, সুনামগঞ্জের ২৩ ও হবিগঞ্জ জেলার ৩০ জন রয়েছেন।
এদিকে বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা শেষে ৭০ জনের শরীরে পাওয়া গেছে করোনার অস্তিত্ব। আক্রান্তদের মধ্যে ৬১ জনই মৌলভীবাজারের বাসিন্দা। এছাড়া একজন সুনামগঞ্জের ও বাকি ৮ জন সিলেট নগরীতেই বসবাস করেন।