তাহিরপুরে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বৃক্ষ রোপণ

7
তাহিরপুরের মাটিয়ান হাওরের টাকাটুকিয়া বেড়িবাঁধে বৃক্ষরোপণ করছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

বাবরুল হাসান বাবলুতাহিরপুর থেকে :
তাহিরপুরে বৃক্ষ রোপণ করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। মঙ্গলবার বিকেলে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের মাটিয়ান হাওর বেড়িবাঁধের টাকাটুকিয়া অংশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকি উপলক্ষে বৃক্ষ রোপণের সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তূজা, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ^জিত সরকার, উপ-সহকারী প্রকৌশলী এমরান হোসেন প্রমুখ। বৃক্ষ রোপণ শেষে তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বৃক্ষ রোপণের আগে তিনি টাঙ্গুয়ার হাওর ঘুরে দেখেন।