জুভেন্টাস ছাড়তে পারেন রোনালদো

9

স্পোর্টস ডেস্ক :
জুভেন্টাসের সবচেয়ে দামী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চলতি বছরে। তারপরেই জানা যাচ্ছে, এবার পিএসজিতে যেতে পারেন সিআর সেভেন। এমনই গুজব ছড়িয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে পরপর দুবছর দলের খারাপ পারফরম্যান্সের কারণেই জুভেন্টাস ছাড়ার কথা ভাবছেন রোনালদো। সূত্রের খবর, শীঘ্রই এই বিষয়ে রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডিস কথা বলবেন পিএসজি কর্মকর্তাদের সঙ্গে।
টানা ৯ বার সিরি ‘এ’ জিতলেও ২০১৫ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটেও উঠতে পারেনি তুরিনের ক্লাবটি। রোনালদোর জোড়া গোলে লিঁও’র বিরুদ্ধে ফিরতি ম্যাচ জিতলেও অ্যাওয়ে গোলের বিচারে ছিটকে গিয়েছেন রোনালদোরা। যদিও চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৭টি গোল করে এক মৌসুমে জুভেন্টাসের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েছেন। তাই চলতি বছরে ক্লাবের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।
কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে দল ছিটকে যাওয়ায় অখুশি রোনালদো। তাঁর চির প্রতিপক্ষ মেসির বার্সিলোনা চলে গিয়েছে শেষ আটে। তাই জুভেন্টাস ছাড়ার কথা ভাবছেন পর্তুগিজ তারকা। জল্পনা আগামী কয়েকদিনের মধ্যেই পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর সঙ্গে আলোচনায় বসবেন তাঁর এজেন্ট। সেখানেই ঠিক হতে পারে রোনালদোর ভবিষ্যৎ। এদিকে রোনালদোকে নিলে হয়ত নেইমারকে ছেড়ে দিতে পারে পিএসজি।