সিলেট সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারণ, সদর ও দক্ষিণ সুরমার ২৫টি এলাকা অন্তর্ভুক্ত

131

স্টাফ রিপোর্টার :
নতুন করে সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার ৭টি ইউনিয়নের ২৫টি এলাকা নিয়ে সিলেট সিটি কর্পোরেশন সম্প্রসারণ করা হচ্ছে। গতকাল রবিবার সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে যেসব এলাকা (মৌজা) সিলেট সিটি কর্পোরেশেনে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেগুলো হল, সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের কুমারগাঁও ৮০, মইয়ারচর ৮১ (দাগ নম্বর ৭৭, ৮২, ৮৩, ৮৯, ৯০, ৯১ ব্যতীত), খুরুমখলা শাহপুর ৮২, আখালিয়া ৮৮, খাদিমনগর ইউনিয়নের কুমারগাঁও ৮০, খাদিমপাড়া ইউনিয়নের সাদিপুর ১ম খন্ড ৯৩, টিলাগড় ৯৫, দেবপুর ৯৬, কসবা কুইটুক ১০০, সুলতানপুর চক ১০১, পেশনেওয়াজ ১০২, টুলটিকর ইউনিয়নের সাদিপুর ১ম খন্ড ৯৩, টিলাগড় ৯৫, দেবপুর ৯৬।
এছাড়া দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের হবিনন্দি০৭, মনিপুর ১০৮, আলমপুর ১০৯, গোটাটিকর ১১০, বরইকান্দি ইউনিয়নের পিরোজপুর ১১৪, ধরাধরপুর ১১৫, বরইকান্দি ১১৬, গোধরাইল ১২৬ এবং তেতলী ইউনিয়নের ধরাধরপুর ১১৫, বরইকান্দি (অবশিষ্টাংশ)১১৬, বলদী ১২৫ (আংশিক) (দাগ নম্বর ২১৯৯-২৩৪৯, ৩৫০৯-৩৫১১, ৩৫১৩, ৩৫৩৫)। তবে পূর্বে এসব মৌজার যেসব অংশ সিলেট সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো বাদ দিয়ে বাকি অংশ এখন অন্তর্ভূক্ত করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এছাড়া প্রস্তাবিত এলাকার অধিবাসীগণকে সিলেট সিটি কর্পোরেশন সম্প্রসারণের প্রাথমিক সিদ্ধান্তের বিষয়ে কোন ধরণের পরামর্শ বা আপত্তি থাকলে আগামি ৮ সেপ্টেম্বরের মধ্যে জেলা প্রশাসক বরাবরে লিখিতভাবে দাখিল করার জন্যও বিজ্ঞপ্তিতে বলা হয়।