দিরাই পৌরসভার বাজেট ঘোষণা

27
দিরাই পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া।

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে দিরাই পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে ২০২০-২০২১ ইং অর্থবছরের ১৩ কোটি ১৬ লক্ষ ৪৭ হাজার ২১২ টাকা ৯৯ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার দুপুরে পৌর মেয়রের কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া ।
বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ২ কোটি ৩৬ লক্ষ ৩৪ হাজার ৮ শত টাকা। ব্যয় ২ কোটি ২৬ লক্ষ ১০ হাজার টাকা। অবকাঠামো উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে ১০ কোটি ৮৫ লক্ষ টাকা। পৌরসভার প্রধান সহকারী মহিবুর রহমানের পরিচালনায় বাজেট সভায় উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মলয় ভট্টাচার্য্য, প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, সুয়েল চৌধুরী, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, জুয়েল তালুকদার, বিউটি রায়,সবুজ মিয়া, সেতু চৌধুরী মহিলা কাউন্সিলর রেহেনা বেগম, খোশনমা আক্তার, মাধবী দে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাব সভাপতি ও সুরমাপোস্ট ডটকমের সম্পাদকমন্ডলীর সভাপতি সামছুল ইসলাম সরদার, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সরদার মুজাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সৈদুর রহমান তালুকদার প্রমুখ।