ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা ॥ ৩ দিনের মধ্যে ট্রাক শ্রমিক নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও বাঁশকল বসিয়ে চাঁদাবাজি বন্ধ না হলে অবরোধ সহ কঠোর কর্মসূচী

15
সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা, জৈন্তাপুরের সারিঘাটে বাঁশকল বসিয়ে চাঁদাবাজির প্রতিবাদে শ্রমিক ইউনিয়নের ১৭ থানা আঞ্চলিক কমিটির প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন সংগঠনের সভাপতি আবু সরকার।

সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা, জৈন্তাপুরের সারিঘাটে বাঁশকল বসিয়ে চাঁদাবাজি ও ট্রাক টার্মিনালের নামে চাঁদাবাজির প্রতিবাদে শ্রমিক ইউনিয়নের ১৭ থানা আঞ্চলিক কমিটির এক প্রতিবাদ সভা গতকাল ৮ আগষ্ট শনিবার দুপুরে দক্ষিণ সুরমার পারাইরচকস্থ ট্রাক শ্রমিক ইউনিয়নের অফিসে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দিয়ে একটি কুচক্রি মহল নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে পাঁয়তারা শুরু করেছে। অথচ ট্রাক টার্মিনালের নামেই সন্ত্রাসীরা প্রকাশ্যে চাঁদাবাজি ও ট্রাক চালকদেরকে নানাভাবে নির্যাতন করছে। বক্তারা বলেন, গতকাল শনিবার থেকে দীর্ঘ দিন পর আবারো একটি মহল জৈন্তাপুরের সারিঘাট এলাকায় বাঁশকল বসিয়ে চাঁদাবাজি শুরু করেছে। তারা পুরো সিলেট থেকে চাঁদাবাজ এরিয়া হিসেবে পরিণত করতে চাচ্ছে। তাই আগামী ৩ দিনের ভিতরে শ্রমিক নেতৃবৃন্দের উপর দায়েরকরা মিথ্যা মামলা প্রত্যাহার ও বাঁশকল দিয়ে চাঁদাবাজি বন্ধ না হলে অবরোধ সহ কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি প্রবীণ শ্রমিক নেতা আলহাজ্ব গোলাম হাফিজ লুহিত, সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আমির আলী, প্রবীণ শ্রমিক নেতা জমির মিয়া, সিলেট জেলা ট্রাক মালিক গ্র“পের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাব্বীর আহমদ ফয়েজ, জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো. জুবের আহমদ, সহ সাধারণ সম্পাদক আলী আহমদ স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ, প্রচার সম্পাদক মো. সামাদ রহমান, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, নির্বাহী সদস্য আলী আহমদ আলী, আব্দুল জলিল, আব্দুল মতিন, বিলাল আহমদ, প্রবীণ শ্রমিক নেতা হাজী জমির মিয়া, মো. ইউসুফ আলী, দক্ষিণ সুরমা মোগলাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মো. কাওসার আহমদ, সহ সভাপতি জুমায়েল ইসলাম জুমেল, সম্পাদক মারুফ আহমদ, পশ্চিম গোয়াইনঘাট উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি মো. হাফিজুর রহমান, সম্পাদক মুজিবুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি মো. রাসেল আহমদ টিটু, সম্পাদক আহমদ লালু, বিয়ানীবাজার উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি মানিক মিয়া, সম্পাদক শাহাব উদ্দিন সাবুল, ওসমানীনগর উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি সুরুজ আলী, সম্পাদক বাবুল মিয়া, জালালাবাদ উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি কালা মিয়া, সম্পাদক মো. আলমগীর, জকিগঞ্জ উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি মো. রুবেল আহমদ, সম্পাদক আবুল কালাম আজাদ, শাহপরান উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি মো. ফুল মিয়া, সম্পাদক আজিজুল হক রহিম, বালাগঞ্জ উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি সুজিত চন্দ্র গুপ্ত বাচ্চু, সম্পাদক মাহমুদ আব্দুন নুর, কোম্পানীগঞ্জ উপজেলা আঞ্চলিক কমিটির সম্পাদক মাহফুজ মিয়া, জৈন্তাপুর উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি মো. নুরুল হক, সম্পাদক জসিম উদ্দিন, পূর্ব গোয়াইনঘাট উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি ফয়জুল ইসলাম, সম্পাদক আব্দুর রহিম, কানাইঘাট উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক দেলেয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি বদরুল ইসলাম, সম্পাদক সায়েল আহমদ, বিশ্বনাথ উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি আলাল মিয়া, সম্পাদক মকবুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি