৩৬ দিন পর ফেঞ্চুগঞ্জে কুশিয়ারার পানি বিপদসীমার নিচে

6

স্টাফ রিপোর্টার :
ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৩৬ দিন পর গতকাল শনিবার দুপুরে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচে নেমে এসেছে। যদিও সুরমা, সারি এবং কুশিয়ারার অন্য সবকটি পয়েন্টের পানি সপ্তাহ দিন আগেই বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত ২ জুলাই রাতে কুশিয়ারার ফেঞ্চুগঞ্জ পয়েন্টের পানি বিপদসীমা ছাড়িয়ে যায়। এরপর থেকেই এ পয়েন্টের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
এর মধ্যে ১৫ থেকে ২৫ জুলাই পর্যন্ত পানি বেড়ে সর্বোচ্চ ৯ দশমিক ৯৩ মিটার দিয়ে প্রবাহিত হয়। এ সময় ফেঞ্চুগঞ্জের নদী অববাহিকা এলাকা ছাড়াও হাকালুকি হাওর তীরবর্তী এলাকা বন্যাকবলিত হয়ে পড়ে। প্রায় দুই সপ্তাহ পর পানি কমলে ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি ৯ দশমিক ৮৫ মিটারে গিয়ে অপরিবর্তিত অবস্থায় থাকে। ২ আগষ্ট থেকে ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি কমতে শুরু করেছে। এ পয়েন্টে পানির সীমা হচ্ছে ৯ দশমিক ৪৫ মিটার। গতকাল শনিবার বেলা ১২টায় যা দশমিক ১ মিটার নিচে নেমে আসে। অর্থাৎ এ পয়েন্টে পানি ৯ দশমিক ৪৪ মিটারে প্রবাহিত হচ্ছিল।
গতকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমন অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।