আজমিরীগঞ্জে ৫ প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে ১০ হাজার ২শ’ টাকা জরিমানা

4

আজমিরীগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৫টি প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে ১০ হাজার ২শটাকা জরিমানা প্রদান করা হয় ৷ ৫ আগষ্ট বুধবার আজমিরীগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জ বাজারে দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় ৪ টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়। এবং সেই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ না করায় ১টি প্রতিষ্ঠান এবং রাস্তার উপর মোটর সাইকেল পার্কিং করায় ১ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
স্বাস্থ্যবিধি না মানায় সংক্রামক রোগ (প্র.নি.নি) আইন, ২০১৮ অনুসারে ফিরোজ সিকদারকে ২হাজার , মৃনাল কান্তি রায় কে ৩ হাজার, আবু সালেহ কে ১হাজার, প্রদীপ গোপ কে ৩ হাজার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রিতেশ রায়কে ১ হাজার টাকা ও দন্ডবিধি, ১৮৬০ অনুসারে ইমরান হোসেনকে ২ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়া বেশ কয়েকটি দোকানে তল্লাশি চালিয়ে কারেন্ট জাল বিক্রি হচ্ছে কি না, যাচাই করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে এস আই ইকবাল হোসেনের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন ৷
আইনের শাসন রক্ষার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন ৷