নবীগঞ্জে বন্যা কবলিত পরিবারে রাতে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও

4

নবীগঞ্জ থেকে সংবাদদাতা :
নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার কানাইপুর প্রাথমিক বিদ্যালয় ও গয়াহরি প্রাথমিক বিদ্যালয়ে বন্যা কবলিত ১০টি পরিবারের মধ্যে সরকারী ত্রাণ প্যাকেট বিতরণ করা হয়। ২৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল বসতঘরে বন্যার পানি প্রবেশ করায় পৌসভার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ঐ গ্রামের ৪টি পরিবার ও গয়াহরি ভূমিহীন পাড়ায় ৬টি পরিবার বর্তমানে কর্মহীন হয়ে পড়ার বিষয়টি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে তিনি রাতেই সরেজমিন গিয়ে বন্যায় কবলিত ঐ পরিবারগুলোর মাঝে সরকারী ত্রাণের প্যাকেট পৌঁছে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী খায়রুল আমিন, উপজেলা সৎসঙ্গের সহ-সভাপতি মৃম্ময় কান্তি দাশ বিজন, পৌর কাউন্সিলর প্রানেশ দেব, বিধান চন্দ্র দেব প্রমুখ। এছাড়া গত মঙ্গলবার বিকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে কুর্শি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বন্যা কবলিত ১৫ টি পরিবার ও সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মমিন আদিত্যপুর বিদ্যালয়ে বন্যা কবলিত ১০টি পরিবারের মধ্যে সরকারী ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।