জাফলং জিরো পয়েন্ট থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান, পাথর জব্দ

47
জাফলং জিরো পয়েন্ট থেকে জব্দকৃত পাথর।

কে.এম লিমন গোয়াইনঘাট থেকে :
গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্টের সৌন্দর্য নষ্ট করে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সন্ধায় গোয়াইনঘাটের ইউএনও মোঃ নাজমুস সাকিবের নেতৃত্বে এ মোবাইলকোর্ট পরিচালনা করা হয়।
মোবাইলকোর্ট পরিচালনা কালে জাফলং জিরো পয়েন্ট এলকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে ৪ জনকে আটক করে ১০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা ও পাথর জব্দ করে তা ৯ লক্ষ ৫০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
এ সময় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) এ একেএম নুর হোসেন নির্ঝর, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নওশের আলী, গোয়াইনঘাট থানার এএসআই রুহুল আমিন, ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব জোনের এএসআই আবু সালেহসহ পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযানে অংশ নেন।
এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাটের ইউএনও মো. নাজমুস সাকিব জানান, জাফলংয়ের জিরো পয়েন্টের সৌন্দর্য নষ্ট করে অবৈধভাবে একটি চক্র পাথর উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে পাথর জব্দ করে নিলামে বিক্রি করা হয়। একই সাথে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে আটক ৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।
পাথর উত্তোলনের সঙ্গে জড়িত বাকি অপরাধীদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান ইউএনও।