শাবির ল্যাবে আরও ৪৩ জনের করোনা শনাক্ত

3

শাবি থেকে সংবাদদাতা :
সিলেট ও সুনামগঞ্জ জেলার আরো ৪৩ জনকে করোনা ভাইরাস সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিশেষায়িত পিসিআর ল্যাবে তাদেরকে শনাক্ত করা হয়।
ল্যাবের দৈনিক নমুনা পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।
তিনি জানান, বৃহস্পতিবার শাবির পিসিআর ল্যাবে ১৪৮ জনের নমুনা সংগ্রহ করে সবগুলো পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা শেষে ৪৩ জনের শরীরে পাওয়া গেছে এ ভাইরাসের অস্তিত্ব।
আক্রান্তদের মধ্যে রয়েছেন সিলেট জেলার ৩১ ও সুনামগঞ্জ জেলার ১২ জন ।