ওসমানীনগরে ছাগল এক্সিবিশন ও খামারীদের মধ্যে পুরস্কার বিতরণ

4

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের এর পক্ষ থেকে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন সম্প্রসারণ প্রকল্পের আওতায় ছাগল এক্সিবিশন ও খামারীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিন ব্যাপি উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে এ উপলক্ষে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। সকাল ১০ টা থেকে খামারীদের নিয়ে আসা পালিত ছাগল নিয়ে ভেকসিনেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন রোগের ঔষদ বিতরণ করা হয়। পরবর্তীতে ছাগল এক্সিবিশন ও খামারীদের পুরস্কার বিতরণ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে এসে খামারীদের নিয়ে খামার উন্নয়ন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কাজী আশরাফুল ইসলাম। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে খামারীদের খামার উন্নয়ন নিয়ে নানা আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সফল দুই জন খামারীকে খামার উন্নয়ন কাজে ভূমিকা রাখায় পুরস্কৃত করা হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাদের হাতে দুটি এলি ডি টেলিভিশন তুলে দেন। পরবর্তীতে সকল খামারীদের মিল্ক রিপ্লেসার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা রাজু আহমদ, এল. এফ. এ. রবিউল ইসলাম, হাছানুজ্জামান, এফ. এ. এ. আই. রুহুল আমিন, বি. এফ. এ. কামরুল আলম, জি. ডি. ডাব্লিউ. নাজির মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের এল.এস. পি।