জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে দক্ষিণ সুরমায় বিভিন্ন কর্মসূচি পালিত

11
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করছেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী।

দক্ষিণ সুরমায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জুলাই রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরীর সভাপতিতে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদযাপন কমিটির সদস্য সচিব দ্বীপরাজ বর্মন এর পরিচানায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, উদযাপন কমিটির সদস্য সবুল চন্দ্র পাল।
সভায় উপজেলার বিভিন্ন হাট-বাজার অবৈধ কারেন্ট জাল বিক্রি ও বিলে বহার বন্ধ করতে মৎস্য কর্মকর্তাকে দায়িত্ব ভূমিক পালন করার আহবান জানান।
সভায় সভাপতির বক্তব্যে মিন্টু চৌধুরী মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে গত ২১ জুলাই মঙ্গলবার সকাল ৯টা থেকে দক্ষিণ সুরমা উপজেলার সর্বত্র মাইকিং এবং ব্যানার, ফেস্টুন এর মাধ্যমে ব্যাপক প্রচারণা করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ ২য় দিন গত ২২ জুলাই রবিবার উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী এসব মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বীপরাজ বর্মন, কৃষি সম্প্রসার কর্মকর্তা আব্দুল মুমিন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, সমবায় কর্মকর্তা জহির উদ্দিন, একাডেমিক সুপার ভাইজার, কামালবাজার ইউনিয়ন পরিষদের প্রশাসক তন্ময় আদিত্য সহ উপজেলা মৎস্য দপ্তরের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি