বরইকান্দিতে আলোচনা সভায় বক্তারা ॥ শ্রমিক নেতা রিপন হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার চাই

4

সিলেট বিভাগীয় ট্যাংক লরির শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খোজারখলার বাসিন্দা মো: ইকবাল হোসেন রিপন হত্যা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের দাবী জানিয়েছেন দক্ষিণ সুরমা ঐতিহ্যবাহি বরইকান্দি ইউনিয়নের সর্বসাধারণ।
সোমবার রাতে বরইকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব হোসেনের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলামের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
বক্তারা শ্রমিক নেতা ইকবাল আহমদ রিপন হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, যারা এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া যায় না, প্রকৃত অপরাধীদের শাস্তি হয়া উচিত। হত্যাকান্ড কেন আমরা কোন ধরনের অপরাধীদের আশ্রয়বা প্রশ্রয় দেব না। তবে যারা নিরপরাধ তাদের হয়রানী রুখতে ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে এবং তাদের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। ঘটনায় খুবই দুঃখজনক প্রকাশ করে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন, বরইকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইছ আলী, মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন, জামাল উদ্দিন, মো. নূর উদ্দিন, সাবেক মেম্বার মকসুদ আহমদ, বর্তমান মেম্বার আশিক আহমদ, সানু মিয়া, মহসিন আহমদ, জিতু মিয়া, ফখরুল ইসলাম, মুজিবুর রহমান মুজিব, এডভোকেট খালেদ জুবায়ের, বাবর আহমদ রণি, তারেক আহমদ, দিলোয়ার হোসেন রানা, বাহার উদ্দিন, সাঈদ আহমদ, হেলাল মিয়া, শিব্বির আহমদ, ইকবাল আহমদ, ওদুদ আহমদ, সুয়েব আহমদ, জসিম উদ্দিন শিমুল, সোহানুর রহমান টিপুসহ মুরব্বী ও বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি