মহিলা পুলিশের ছিনতাইর ঘটনা ॥ বাগবাড়ী থেকে চাকুসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

35
মহিলা পুলিশের ছিনতাইয়ের ঘটনায় উদ্ধারকৃত চাকু।

স্টাফ রিপোর্টার :
বাগবাড়ী থেকে ধারালো চাকুসহ ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা এর সার্বিক নির্দেশনায় একটি দল অভিযান চারিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, জালালাবাদ থানার গোয়াবাড়ী হুসারপাড়ার মোছাব্বির আহমদের পুত্র সাব্বির আহমদ (২৬) ও নেত্রকোনা কলমাকান্দা থানার রানিগাঁও গ্রামের রুবেল মিয়া উরফে মজনু মিয়ার পুত্র বর্তমানে সে নগরীর আখালিয়া এরাকার বাসিন্দা রাজ আহমদ ফয়সল (২০)।
পুলিশ জানায়, মহিলা এসআই (নি:) সাবিকুন নাহার সরকারি ডিউটি শেষে জালালাবাদ থানার সামনে হতে সিএনজি যোগে দক্ষিণ সুরমা থানার মহিলা ব্যারাকের উদ্দেশ্যে গত ১৫ জুলাই রাত ১০ টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১নং গেইট এর সামনে রাস্তার উপর পৌছামাত্র ছিনতাইকারীগন সিএনজি’র গতিরোধ করে ভয়ভীতি দেখিয়ে ভ্যানেটি ব্যাগ ও ব্যাগে রক্ষিত স্যামসং ডোজ মোবাইল সেট সহ নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ছিনতাইর শিকার এসআই (নি:) সাবিকুন নাহার বাদী হয়ে থানায় এজাহার দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২১, তাং-১৬/০৭/২০২০খ্রিঃ, রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।