নবীগঞ্জে নতুন ৪ জনসহ করোনা আক্রান্ত ১১৫

8

নবীগঞ্জ থেকে সংবাদদাতা :
নবীগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও গৃহবধূসহ ৪ জন নতুন করে করোনা শনাক্ত হয়েছেন। এই নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ১১৫ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২ টায় আসা রিপোর্টে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা বিষয়টি নিশ্চিত করেন।
নতুন ৪ জন করোনা আক্রান্ত রোগী হলেন-নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাঈম আশরাফ (৩২), কলেজ পাড়া পৌর এলাকার আয়মতি রানী সরকার (২৩), সালামতপুর পৌর এলাকার শাহীন আলম (২৮) ও নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আয়ার স্বামী হবিগঞ্জের ভাদৈ গ্রামের আব্দুর রহমান (৪৯)।
এ ব্যাপারে নবীগঞ্জের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, উপজেলায় এ পর্যন্ত ৮৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে রিপোর্ট এসেছে ৭৫০ টি। আজ নতুন ৪ জনসহ সর্বমোট ১১৫ জনে করোনায় আক্রান্ত হয়েছেন। বাকী ৭২০টি রিপোর্ট নেগেটিভ। আক্রান্ত ৪ জনকে নিজেদের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ৫৮ জন সুস্থ হয়ে উঠেছেন।