শাবির ল্যাবে করোনা পরীক্ষায় আরো ২৯ জন শনাক্ত, সুনামগঞ্জের ২০ জন

3

শাবি থেকে সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিশেষায়িত পিসিআর ল্যাবে আরো ২৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৭৩টি নমুনা পরীক্ষা শেষে শনাক্ত হওয়া ২৯ জন সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
শনিবার (১৮ জুলাই) নমুনা পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শনিবার শাবির পিসিআর ল্যাবে ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে ২৯ জনের শরীরে পাওয়া গেছে এ ভাইরাসের অস্তিত্ব। আক্রান্তদের মধ্যে সিলেটের ৯ ও সুনামগঞ্জ জেলার ২০ জন রয়েছেন।
এ নিয়ে সিলেটে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪১৮ আর সুনামগঞ্জ জেলায় ১২৮০ জনে।