কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি, দু’তীরের মানুষ উৎকণ্ঠায়

5

জেড.এম.শামসুল :
অব্যাহত বৃষ্টি আর আসাম-কাছাড়ের পাহাড়ী ঢলের পানি কুশিয়ারা নদীতে প্রবেশ করায় খরস্রোতা নদী হিসাবে কুশিয়ারা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় উভয় তীরের মানুষ উৎকণ্ঠায় দিনাতিপাত করছেন।
চলমান বন্যার সময়ে সুরমার পানি কমলে ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কুশিয়ারা নদীর তীরবর্তী জকিগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বালাগঞ্জবাসী বন্যার আশংকায় ভোগছেন।
এদিকে এ নদীর উৎস মুখ আমলসিদ, শেওলা, ফেঞ্জুগঞ্জ, বালাঞ্জের পয়েন্ট গুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যে কোন মুহূর্তে কুশিয়ারা নদীর উভয় অঞ্চলে ভয়াবহ বন্যার সৃষ্টি হবে। বন্যার পানিতে ভাসিয়ে নিবে কৃষকের আমন ধানের চারা ভূমিসহ বাড়ীঘরের ব্যাপক ক্ষয়-ক্ষতির শিকার হবে সাধারণ মানুষ।
এদিকে এ অঞ্চলে চলমান বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।