জামালগঞ্জে ১১২০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

11
জামালগঞ্জে বন্যা কবলিত ১১২০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী ও ওষুধ বিতরণ করছেন সংসদ সদস্য শামীমা শাহরিয়ার এমপি।

নিজাম নুর জামালগঞ্জ থেকে :
জামালগঞ্জে বন্যায় কবলিত ১১২০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী ও ওষুধ বিতরণ করেন সংসদ সদস্য শামীমা শাহরিয়ার এমপি। তিনি জামালগঞ্জ উপজেলাধীন সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ, উত্তর ইউনিয়নের উত্তর কামলাবাজ, লম্বাবাক, বেহেলী ইউনিয়নের উলুকান্দি, যতিন্দ্রপুর, হরিনাকান্দি, মাহমুদপুর, হিজলা, দুর্গাপুর, নোয়াপাড়া, মদনাকান্দি, আছানপুর, হরিপুর, ফেনারবাক ইউনিয়নের মাতারগাঁও, খুজারগাঁও, উজান দৌলতপুর, ভাটি দৌলতপুর, বিনাজুড়া, কামারগাঁও, গঙ্গাধরপুর, তেঘরিয়াহাটি, ছয়হারা, রাজাবাজ, লক্ষ্মীপুর গ্রামে বিভিন্ন আশ্রয় কেন্দ্র সহ বন্যা কবলিতদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী সহ বিভিন্ন রোগের ওষুধ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, জামালগঞ্জ উপজেলা, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা হাফিজা আক্তার দিপু, উপজেলা আওয়ামীলীগের কৃষিবিষয়ক সম্পাদক আঃ হক, জামালগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম সরকার, ফেনারবাক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খাইরুল হুদা খোকন, সাধারণ সম্পাদক অজিত সরকার, উপজেলা কৃষকলীগের আহবায়ক শামছুল আলম, ফেনারবাক ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সুব্রত পুরকায়স্থ, বেহেলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ফেনারবাক ইউনিয়ন পরিষদের সচিব অজিত রায়, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, বেহেলী ইউ/পি সদস্য মনু মিয়া, ফেনারবাক ইউ/পি সদস্য রফিকুল ইসলাম রানা, জামালগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক হুমায়ুন কবির, জামালগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শিরিন মিয়া, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহবুর রহমান মাহবুব, ইয়াছিন আরাফাত প্রমুখ।