বাড়ছে কুশিয়ারার পানি, কমছে সুরমার

7

স্টাফ রিপোর্টার :
সিলেটে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। কুশিয়ারা নদীর পানি আমলসীদ, শেওলা ও ফেঞ্চুগঞ্জ এ তিনটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ তিনটি পয়েন্টে পানি গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় যথাক্রমে বিপদসীমার ৫৭, ১৫ ও ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া, সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সিলেটে সুরমার পানি বিপদসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর শুক্রবারের সন্ধ্যার বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত এক সপ্তাহ থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর,ও কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যা দেখা দেয়। বর্তমানে বন্যার পানি কিছুটা কমলেও পানি নামার সাথে সাথে দুর্ভোগও বাড়ছে। কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দারা কিছুটা উদ্বেগে রয়েছেন।