মাদকের বিরুদ্ধে পুলিশের জিহাদ ঘোষণা কানাইঘাটে, পুলিশের অভিযান

11

কানাইঘাট থেকে সংবাদদাতা :
শুক্রবার থেকে কানাইঘাট উপজেলাকে মাদক মুক্ত করতে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে কানাইঘাট থানা পুলিশ। বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি ড. বেনজীর আহমদ বিপিএম বার সারাদেশকে মাদকমুক্ত করার জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করে ইতিমধ্যে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন। সেই আলোকে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেট জেলার অন্তর্ভুক্ত সকল থানা এলাকাকে মাদকমুক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য প্রদান করেন। কানাইঘাটকে মাদকমুক্ত করার জন্য ৬টি জোনে বিভক্ত করা হয়েছে। লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নকে ১নং জোন, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ও বড়চতুল ইউনিয়নকে ২নং জোন, দীঘিরপার পূর্ব ও সাতবাঁক ইউনিয়নকে ৩নং জোন, কানাইঘাট পৌরসভা ও সদর ইউনিয়নকে ৪নং জোন, গাছবাড়ী এলাকাকে ৫নং জোন এবং রাজাগঞ্জ ইউনিয়ন ও শহর উল্লাহকে ৬নং জোনে বিভক্ত করা হয়েছে। প্রতিটি জোন এলাকায় ২ জন সাব ইন্সপেক্টর পদ মর্যাদার অফিসারকে নিয়োজিত করে প্রতিদিন জোন এলাকার মাদকের সাথে সম্পৃক্তদের তথ্য গ্রহণ সহ এলাকার সর্বস্তরের মানুষ, জনপ্রতিনিধি, সুধীজন, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে নিজ নিজ জোন এলাকাকে মাদকমুক্ত করার জন্য থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে।