সেখানেই থামি

6

হামীম রায়হান

বিস্তীর্ণ মাঠে একা দাঁড়িয়ে কাকতাড়ুয়ার মত,
কখনো তীব্র রোদ আবার কখনো লিলুয়া বাতাস
ছুঁয়ে যায় আমার জামা অবিরত।
ঝাঁক বেঁধে উড়ে যায় ফড়িং এর ছানা,
পাতার ফাঁক গলে উঁকি দেয় আমনের দানা।
দূর হতে ভেসে আসে বৃষ্টি ঝরা মেঘদের দল,
হাত দুটো মেলে ধরে দাঁড়িয়ে আমি
খুঁজে যায় প্রিয়ার মুখ আর নোনা জল।
শুকনো পাতার মত ঝরে যাই কাকতাড়ুয়া আমি,
যেতে যেতে দিগন্তের সেই সীমানায় যেখানে
পথের শেষ, সেখানেই গিয়ে থামি!