ছাতক থানার ওসি মোস্তফা কামাল করোনায় আক্রান্ত

10

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে করেনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সূচনা লগ্ন থেকেই যিনি ফ্রন্ট লাইনযোদ্ধা হিসেবে অগ্র সৈনিকের দায়িত্ব পালন করেছিলেন তিনি আজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই করোনা যোদ্ধা ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। প্রবল আত্মপ্রত্যয়ী এ করোনা যোদ্ধা জনগণকে সচেতন করাসহ করোনা আক্রান্ত
ব্যক্তিদের খোঁজ-খবর নেয়া ও মৃত ব্যক্তিদের দাফন-কাফনে অংশ নিতে কখনো পিছ পা হননি। এখানে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন, বাজার নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সাধারণ মানুষদের মাস্ক ব্যবহারে উৎসায়িত করা, মাস্ক বিতরণসহ সরকারী কাজে সব সময়ই কর্মমুখর অবস্থায় দেখা গেছে। পুলিশের নির্ধারিত কর্তব্য ছাড়াও মোবাইল কোর্ট, বাজার মনিটরিং কাজে উপজেলা প্রশাসনের সাথে ওসি মোস্তফা কামালের আন্তরিকভাবে কাজ করার বিষয়টি ছিল চোখে পড়ার মতো। সিংহভাগ মানুষের ধারণা উপজেলা স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দায়িত্বশীল ভূমিকার কারণে এখানে করোনা পরিস্থিতি মহামারী আকার ধারণ করতে পারেনি। অভিজ্ঞ মহলের যুক্তি মতে ছাতক একটি শিল্প নগরী ও প্রতিষ্ঠিত ব্যবসা কেন্দ্র হওয়ার কারনে এখানে বিভিন্ন অঞ্চলের বহু শ্রমজীবী মানুষ রয়েছেন। ঘন বসতি ও শ্রমজীবী অসচেতন অসংখ্য মানুষের বসবাস থাকা সত্ত্বেও উপজেলা ও পুলিশ প্রশাসনের দায়িত্বশীলতার কারণে করোনা পরিস্থিতি সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যারা প্রথম সারিতে থেকে কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম ছাতক থানার ওসি মোস্তফা কামাল। অনেকেই এ ফ্রন্টলাইন যোদ্ধার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করেছেন।