বন্যা আক্রান্ত মানুষের মাঝে খাবার বিতরণ করলেন হুইপ পীর মিসবাহ্ এমপি

16
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের রহমতপুর গ্রামে চলমান বন্যায় পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করছেন বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি।

আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নে ২ শত জন বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবেলট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের রহমতপুর গ্রামে চলমান বন্যায় পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি। এ সময় তিনি বলেন দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। করোনা ও বন্যার সঙ্কট ধৈর্য্য নিয়ে মোকাবেলা করার আহবান জানিয়ে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এই সঙ্কটে প্রচুর পরিমাণে সরকারী সহায়তা প্রদান করা হচ্ছে। বন্যায় কোন মানুষ না খেয়ে মারা যাবে না, পানিবন্দী সকল মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দেওয়া হবে। পীর মিসবাহ্ এমপি আরো বলেন সরকার ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রামের মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দিচ্ছেন, সেই সরকারী সহযোগিতা অবশ্যই সঠিক মানুষের কাছে পৌঁছাতে হবে। এখানে কোন ধরণের স্বজনপ্রীতি ও অনিয়ম সহ্য করা হবে না। এ সময় তিনি চলমান করোনা সঙ্কটে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করতে সকলকে অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মানিক মিয়া জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রসিদ আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু সুরমা ইউপি জাতীয় পার্টির আহবায়ক সিরাজুল ইসলাম, আব্দুর রহিম ও ইকবাল হুসেন প্রমুখ।